মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্যাগওয়ে অঞ্চলে জান্তাবিরোধী দুই যোদ্ধাকে গাছে ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে।
তিন মাসের আগে গাংগাও টাউনশিপের মায়াউক খিন ইয়ান গ্রামের ওই ঘটনার ভিডিও মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সমাজমাধ্যমে আপলোড করা হয়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়েছে বলে ইরাবতীর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় দুটি সংবাদমাধ্যমে প্রথমে ‘ফাঁস হওয়া’ ভিডিওটি প্রচারিত হয়। উচ্ছ্বসিত কণ্ঠে এর বর্ণনা দেওয়া হয়েছে। তবে এ ভিডিও যাচাই করতে পারেনি ইরাবতী।
প্রতিরোধ গোষ্ঠী ইয়াও ডিফেন্স ফোর্স (ওয়াইডিএফ) এ ঘটনার জন্য জান্তা সেনা ও তাদের মিত্র মিলিশিয়া সদস্যদের দায়ী করেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সামরিক ও বেসামরিক পোশাক পরা কিছু মানুষ ঘিরে রেখেছে দুই ব্যক্তিকে। তাদের স্বীকার করতে বাধ্য করা হচ্ছে যে, তারা স্থানীয় জনপ্রতিরক্ষা বাহিনীর সদস্য। এ ছাড়া নিজেদের কুকুর বলেও উল্লেখ করতে তাদের বাধ্য করছে জান্তা সেনারা।
ভিডিওতে আরও দেখা যায়, জীবন্ত পুড়িয়ে হত্যার আগে তাদের ব্যাপক নির্যাতন করা হয়। তাদের রক্তাক্ত শরীরজুড়ে ছিল গভীর জখমের চিহ্ন। হাত-পায়ে শিকল বেঁধে তাদের একটি গাছের দিকে টেনে নেওয়া হয়েছিল। এরপর তাদের ঝুলিয়ে দেওয়া হয় গাছের ডালে। জ্বালানি ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় শরীরে। উপস্থিত সবার সামনেই তাদের পুড়িয়ে হত্যা করা হয়।
ওয়াইডিএফ বলেছে, নৃশংস এ হত্যাযজ্ঞ দেখতে গ্রামের প্রতিটি বাড়ি থেকে একজনকে ডেকে নেওয়া হয়েছিল।