ঢাকামঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারের এনএলডি কার্যালয় ঘিরে রেখেছে দেশটির সামরিক অভ্যুত্থান বিরোধী জনগণ।

আন্তর্জা‌তিক ডেস্ত।
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি দলের নেত্রী অং সান সুচির কার্যালয় ঘিরে রেখেছে দেশটির সামরিক অভ্যুত্থান বিরোধী জনগণ।

গতকাল (সোমবার) কার্যালয়ের আশপাশে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের সংখ্যা  উল্লেখযোগ্যভাবে  বাড়ানোর পর জনগণের পক্ষ থেকে এই ব্যবস্থা নেয়া হলো।

এনএলডি দলের কার্যালয় ঘিরে রাখা জনতার ব্যারিকেডের পেছনে  বিপুল অস্ত্রে সজ্জিত দাঙ্গা পুলিশের উপস্থিতি নজরে পড়ছে। নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি উপেক্ষা করে বিক্ষোভাকারী জনতা প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নেমে আসে। এসময় তারা সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ও সুচির মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেয়।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। এরপর গতকাল সাবেক রাজধানী ইয়াঙ্গুন, মিতকিনা ও সিতওয়েতে ব্যাপকভাবে সাঁজোয়া যান মোতায়েন করা হয়।

সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে বিক্ষোভ চলে আসছে। লোকজন অং সান সুচিসহ অন্য রাজনৈতিক নেতাদের মুক্তি দাাবি করছেন। পাশাপাশি তারা দেশে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।