মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি দলের নেত্রী অং সান সুচির কার্যালয় ঘিরে রেখেছে দেশটির সামরিক অভ্যুত্থান বিরোধী জনগণ।
গতকাল (সোমবার) কার্যালয়ের আশপাশে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পর জনগণের পক্ষ থেকে এই ব্যবস্থা নেয়া হলো।
এনএলডি দলের কার্যালয় ঘিরে রাখা জনতার ব্যারিকেডের পেছনে বিপুল অস্ত্রে সজ্জিত দাঙ্গা পুলিশের উপস্থিতি নজরে পড়ছে। নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি উপেক্ষা করে বিক্ষোভাকারী জনতা প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নেমে আসে। এসময় তারা সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ও সুচির মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেয়।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। এরপর গতকাল সাবেক রাজধানী ইয়াঙ্গুন, মিতকিনা ও সিতওয়েতে ব্যাপকভাবে সাঁজোয়া যান মোতায়েন করা হয়।
সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে বিক্ষোভ চলে আসছে। লোকজন অং সান সুচিসহ অন্য রাজনৈতিক নেতাদের মুক্তি দাাবি করছেন। পাশাপাশি তারা দেশে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছে