মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার শাহ আমানত হোটেল এন্ড বিরিয়ানী হাউজে র্যাব সদস্যরা মঙ্গলবার রাতে অভিযান চালিয়েছে।
ঐ হোটেলের ভিআইপি কেবিনের ভিতর মাদক ক্রয়-বিক্রয়ের জন্য দুই জন অবস্থান করছিল মর্মে গোপন সংবাদ পেয়ে র্যাব এ অভিযান চালায়।
এ অভিযানে র্যাব সদস্যরা মীরশ্বরাই উপজেলার কাটাছড়ার মুরাদপুর গ্রামের আবুল কালামের পুত্র নজরুল ইসলাম (২৬) ও হিঙ্গুলী ইউনিয়নের রফিক উদ্দিনের পুত্র আবদুল্লা আল নোমানকে (২৪) গ্রেফতার করে।
এসময় তাদের দেহ তল্লাশী করে ৯৫৫ পিস হালকা কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।