হাটহাজারী উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।
আজ (বুধবার) হাটহাজারী পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় পণ্যের নির্দিষ্ট মূল্য তালিকা প্রদর্শন না করাশ ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও শরীফ উল্যাহ জানান।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।