ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে  বন্দি কিশোরের আত্মহত্যার চেষ্টা।

য‌শোর ‌প্র‌তি‌নি‌ধি।
অক্টোবর ২০, ২০২০ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ফের আরেক বন্দি কিশোর আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। ওই কিশোরের আবির হোসেন রানা (১৩)। সে ভোলা জেলার বোরহানউদ্দীন উপজেরার টবগী গ্রামের নয়ন হোসেনের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম জানিয়েছেন, শিশু হাসপাতালের ৫০ ডরমেটরির দ্বিতীয় তলায় থাকে রানা। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বাধরুমের দরজার সাথে ফাঁস লাগিয়ে রানা আত্মহত্যার চেষ্টা করে। পরে সেখানে থাকা অন্য বন্দিরা দেখে তাকে উদ্ধার করে এবং কেন্দ্রের কর্মকর্তাদের জানায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একটি চুরির মামলায় সহযোগী হিসাবে আটক হয়ে রানা গত ১৯ আগস্ট থেকে যশোরের পুলেরহাটের শিশু উন্নয়ন কেন্দ্রে আসে।

এর আগে সাকিব নামে এক বন্দি কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।