ঢাকামঙ্গলবার , ১২ জানুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির সদ‌রে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক প‌ড়ে গি‌য়ে ৩ জন নিহত।

রাঙ্গামা‌টি প্র‌তি‌নি‌ধি।
জানুয়ারি ১২, ২০২১ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটির সদর উপজেলার কতুকছড়িতে বেইলি ব্রিজ ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে। এতে চালকসহ তিন শ্রমিকের মৃত্যু হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙে পড়ায় রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে।

নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আরাফাত হোসেন (৪৫) ও জহুরুল ইসলাম (৪৭)।

কতোয়ালী থানার ওসি কাবির হোসেন জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কতুকছড়ি এলাকায় বেইলি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ভেঙে যায়। এতে ট্রাকে থাকা চালকসহ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারের কাজ চালায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।