রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৩।
গ্রেফতার ব্যক্তির নাম মো সুমন মল্লিক (৩১), তার পিতার নাম মো. করিম মল্লিক, যাত্রাবাড়ী থানার দনিয়া নোয়াপাড়া শনির আখড়ার বাসিন্দা।
তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
তিনি জানান, ধৃত ব্যক্তি ঢাকা মহানগরীর কদমতলী থানার ২০১৮ সালের মাদক মামলার পলাতক আসামি। বিজ্ঞ আদালত গত ৬ নভেম্বর তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মূলত তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছেন।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।
