ঢাকামঙ্গলবার , ১৮ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

লেবাননে ইসরাইলের গোলন্দাজ বাহিনীর কামান হামলা।

নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২১ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ইসরাইল লেবাননে কামান হামলা চালিয়েছে। প্রতিবেশী এ দেশ থেকে রকেট হামলার জবাবে ইসরাইলের গোলন্দাজ বাহিনী সোমবার এ হামলা চালায়।

ইসরাইলী সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছয়টি ব্যর্থ রকেট হামলা চালানো হয়েছে। এসব রকেট ইসরাইলী সীমান্ত পাড়ি দিতে পারেনি।

বিবৃতিতে আরো বলা হয়, রকেট হামলার উৎস লক্ষ্য করে গোলন্দাজ বাহিনী পাল্টা কামান হামলা চালিয়েছে। লেবাননের সেনা সূত্র বলছে, তাদের ভূখন্ডের দক্ষিণাঞ্চল থেকে ইসরাইল লক্ষ্য করে তিনটি রকেট ছোঁড়া হয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তি রক্ষী মিশন এক টুইট বার্তায় ওই এলাকায় বর্তমানে শান্ত পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে। গত সপ্তাহে গাজা ও ইসরাইলের মধ্যে সংঘাত তীব্র রূপ নেয়ার পর থেকে লেবানীজ ভূখন্ড থেকে তেলআবিব লক্ষ্য করে এটি দ্বিতীয় রকেট হামলার ঘটনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।