ঢাকাশনিবার , ১৪ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৩ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক সাংবাদিক। গতকাল শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে আলমা আল–শাব এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই সাংবাদিকের নাম ইসাম আবদাল্লাহ। তিনি বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওগ্রাফার ছিলেন। দায়িত্বরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি।

এ ঘটনার প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, চলমান ফিলিস্তিন–ইসরায়েল সংঘাত লেবাবনেও ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।
আহত সাংবাদিকদের মধ্যে আল–জাজিরার দুজন সাংবাদিক রয়েছেন। তাঁরা হলেন প্রতিবেদক কারমেন জোওখাডার ও ফটোগ্রাফার এলি ব্রাখিয়া।

আল–জাজিরা এক বিবৃতিতে এ ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

হামাসের হামলায় ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৯০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৬ হাজার ৩৮৮ জন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ফিলিস্তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।