ঢাকাশনিবার , ২১ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

লেবানন থেকে ইসরাইলে হামলা বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ২১, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

হামাসকে সমর্থন দিয়ে ইসরাইলে হামলার পরিমাণ
বৃদ্ধি করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ।
হামাস-ইসরাইল যুদ্ধে দ্বিতীয় যুদ্ধক্ষেত্র হয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে লেবানন-ইসরাইল সীমান্ত।
লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকা থেকে
প্রত্যেক দিনই উত্তর ইসরাইলে রকেট, ক্ষেপণাস্ত্র
এবং গোলাবর্ষণ করা হচ্ছে।

শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে
বলা হয়েছে, ভাষা, ধর্ম এবং সুরক্ষিত বেড়ায় বিভক্ত
হওয়া সত্ত্বেও ইসরাইল-লেবানন সীমান্তের উভয়পাশের
বাসিন্দারা ব্যাপক অস্থিতিশীলতার মুখোমুখি হয়েছেন।
সীমান্ত এলাকায় ক্রমবর্ধমান সহিংসতার কারণে
উভয়পাশের হাজার হাজার বেসামরিক নাগরিক তাদের
বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছেন।

হামাস নিয়ন্ত্রিত ইসরাইলের দক্ষিণে অবস্থিত গাজা
উপত্যকার চারপাশে দুই সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার
পর থেকে সীমান্তে ইসরাইলি সেনাবাহিনী এবং
লেবাননের হিজবুল্লাহর যোদ্ধাদের মাঝে টানা সংঘর্ষ চলছে।
এখন পর্যন্ত সীমান্তের পার্শ্ববর্তী কিছু এলাকায় হামলা-পাল্টা হামলা সীমিত থাকলেও শিগগিরই তা বিস্তৃত রূপ ধারণ
করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, উত্তর ইসরাইলে লেবানন থেকে প্রতিনিয়ত রকেট, ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ করা হচ্ছে। ইসরাইলের সামরিক বাহিনীর সদস্যরা পাল্টা হামলা চালিয়ে এর জবাব দিচ্ছে। স্থানীয় সময় শনিবার বিকেলের দিকে উত্তর ইসরাইলের মারগালিওট এলাকায় লেবানন থেকে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

লেবাননের যে স্থান থেকে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে,
সেই স্থান লক্ষ্য করে আইডিএফ ড্রোন হামলা চালানোর
দাবি করেছে।
আইডিএফ বলছে, পৃথক এক ঘটনায় লেবানন থেকে
ইসরাইলের হানিতা এলাকায় আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরাইলের
মাউন্ট ডোভ এলাকায় একটি রকেট নিক্ষেপ করা হয়েছে শনিবার।
ইসরাইলি বাহিনী পাল্টা গোলাবর্ষণ করে রকেট হামলার জবাব দিয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

তবে লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও রকেটের আঘাতে
ইসরাইলে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে
কি না তাৎক্ষণিকভাবে তা জানায়নি ইসরাইলের
প্রতিরক্ষা বাহিনী।
আইডিএফের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়,
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী লেবাননের ভেতরের
একটি এলাকায় ড্রোন হামলা চালিয়ে সেখানকার স্থাপনা ধ্বংস করে দিচ্ছে।

এদিকে, শনিবার উত্তরাঞ্চলীয় সীমান্ত পরিদর্শনে গিয়ে
সৈন্যদের সঙ্গে আলাপকালে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী
ইয়োভ গ্যালান্ত বলেছেন, যুদ্ধে যোগদানের সিদ্ধান্ত
নিয়েছে হিজবুল্লাহ এবং এ জন্য চড়া মূল্য দিচ্ছে
লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী।
তবে আমাদের যেকোনো সম্ভাবনার জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে। সামনে বড় চ্যালেঞ্জ।

গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।
দুই সপ্তাহ ধরে চলমান এ যুদ্ধে ইসরাইলের হামলায়
এখন পর্যন্ত ৪ হাজার ৩৮৫ ফিলিস্তিনি নিহত ও আরও ১৩ হাজার ৫৬১ জন আহত হয়েছেন।
আর হামাসের হামলায় ইসরাইলে প্রাণহানির সংখ্যা ১ হাজার ৪০০ জনে পৌঁছেছে।
এছাড়া এই যুদ্ধে ইসরাইলের ৩০৭ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।