ঢাকাশনিবার , ১৬ জানুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সব আমেরিকানকে সরাসরি এক হাজার ৪০০ ডলার করে দেয়া হবে।

অনলাইন ডেস্ক।
জানুয়ারি ১৬, ২০২১ ৩:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে আগামী সপ্তাহে দায়িত্ব নিচ্ছেন জো বাইডেন। ক্ষমতা গ্রহণের আগেই তিনি ঘোষণা দিলেন এক লাখ ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ। করোনাভাইরাসে নাজুক হয়ে পড়া অর্থনীতির প্রাণ ফিরিয়ে আনতে তিনি এ পদক্ষেপ নিতে যাচ্ছেন।

কংগ্রেসে এটি পাশ করা হলে এক লাখ কোটি ডলার খরচ করা হবে পরিবারগুলোর জন্য। আর সব আমেরিকানকে সরাসরি এক হাজার ৪০০ ডলার করে দেয়া হবে। এই প্যাকেজ কর্মসংস্থান বাড়াতে মার্কিন অর্থনীতির ভিত্তি তৈরি করে দেবে বলে গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

অর্থনীতিবিদেরা বলছেন, মহামারীতে রেকর্ড-ভাঙা অর্থনৈতিক মন্দা ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এই প্রণোদনা প্যাকেজের দরকার ছিল।

গত সপ্তাহে জর্জিয়ার নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাওয়ার পর চলতি বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে পূর্বাভাস দিয়ে যাচ্ছেন বিশ্লেষকেরা।

প্রণোদনা প্যাকেজে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সাড়ে ৪১ হাজার ও ছোট ব্যবসার জন্য ৪৪ হাজার ডলার অন্তর্ভুক্ত করা হয়েছে।

দায়িত্ব নেওয়ার পর মহামারীকে পরাজিত করার অঙ্গীকার করেছেন ডেমোক্র্যাটদলীয় জো বাইডেন। যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে এ পর্যন্ত তিন লাখ ৮৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

গেল বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন।

যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে দুই লাখের বেশি লোক করোনায় আক্রান্ত হচ্ছেন। আর মৃত্যুর সংখ্যাও ২৪ ঘণ্টায় চার হাজার ছাড়িয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।