মার্কিন যুক্তরাষ্ট্র তার সর্বশেষ হাই-টেক কৌশলগত বোমারু বিমান বি-২১ উন্মোচন করেছে। রাডার ফাঁকি দিতে দক্ষ এই বিমানগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এবং কোনো চালাক ছাড়াই উড়তে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার ক্যালিফোর্নিয়াভিত্তিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘নরথ্রোপ গ্রুম্যান’-এর কার্যালয়ে এক অনুষ্ঠানে সামনে আনা হয় বি-২১ রাইডার বিমানটি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল থেকে এ বিমানের ব্যবহার শুরু হবে।
নরথ্রপ গ্রুম্যানের একজন মুখপাত্র জানান, মার্কিন বিমানবাহিনী অন্তত ১০০টি বি-২১ রাইডার কেনার পরিকল্পনা করছে। প্রতিটি বিমানের দাম ধরা হয়েছে ৭০০ মিলিয়ন ডলার বা প্রায় ৭০ কোটি ডলার।
বি-২১ রাইডারের সক্ষমতা নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, এ বিমানের সক্ষমতার কাছে দূরপাল্লার অন্য কোনো বোমারু বিমান আসতে পারবে না। আর সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও এই বিমানকে শনাক্ত করতে হিমশিম খাবে।
ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে বলছে, যখন রাশিয়া ও চীনের সঙ্গে আমেরিকার সামরিক উত্তেজনা তুঙ্গে তখন নতুন প্রযুক্তির পরমাণু বোমারু বিমান উন্মোচন করল যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে আকাশে নিজেদের দাপট ধরে রাখতে চায় বাইডেন প্রশাসন।
অন্যদিকে রাশিয়া ও চীনও চালকবিহীন বোমারু বিমান তৈরির কাজ করছে। চীনের জিয়ান এইচ-২০ ও রাশিয়ার টুপলভ পিএকে ডিএ স্টিলথ বোমারু বিমান ভবিষ্যতে বি-২১ রাইডারের সঙ্গে পাল্লা দেবে বলে মনে করা হচ্ছে।