ঢাকারবিবার , ১৮ জুন ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে

অনলাইন ডেস্ক
জুন ১৮, ২০২৩ ২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট অঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। তবে এ বন্যা ২ থেকে ৩ দিনের বেশি স্থায়ী হবে না। এদিকে, উত্তরে নদনদীর পানি বাড়লেও বন্যার সম্ভাবনা নেই। 

মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় সিলেট অঞ্চল ও উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আরো দুইদিন সিলেট ও সুনামগঞ্জসহ উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে ওই অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানান, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান।

তবে, উত্তরের নদ-নদীতে পানি বাড়লেও বন্যার সম্ভাবনা নেই। এখন পর্যন্ত দেশের কোথাও মাঝারি বা দীর্ঘ মেয়াদী বন্যার সম্ভাবনা দেখছেনা সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে, উজানের বৃষ্টিতে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এদিকে, আবহাওয়া পূর্বাভাস বলছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরলেও বাতাসে আদ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি থাকবে।

এসবি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।