ইসরায়েল গাজায় সংঘাত শেষ হলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সমর্থন দিবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বিবিসি জানিয়েছে, একটি সংবাদ সম্মেলনে নেতানিয়াহু গাজায় জয়ী না হওয়া পর্যন্ত আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, হামাসের ধ্বংস এবং অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের ফিরে আসতে আরও কয়েক মাস লেগে যেতে পারে।
সংঘাত শুরু হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের মিত্ররা দেশটিকে ‘দ্বি-রাষ্ট্র’ সমাধান এর আহ্বান জানিয়ে আসছে যেখানে একটি ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্র এবং একটি ইসরায়েলি রাষ্ট্র পাশাপাশি অবস্থান করবে। তবে সম্মেলনে নেতানিয়াহু বলেন, জর্ডান নদীর পশ্চিমের সমস্ত ভূমির ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ থাকতে হবে।
তিনি বলেন, এটি একটি প্রয়োজনীয় শর্ত এবং এটি ফিলিস্তিনের সার্বভৌমত্বের ধারণার সাথে সাংঘর্ষিক। আমি যুক্তরাষ্ট্রসহ আমাদের বন্ধুদের সবসময়ই এই সত্যটি বলি যে, আমি আমাদের ওপর এমন একটি বাস্তবতা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা সমর্থন করবো না যা আমাদের নিরাপত্তার ক্ষতি করবে।
গত ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় সামরিক অভিযান পরিচালনা করে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক।