হাটহাজারীতে ৯১ পিচ ইয়াবাসহ পারভেজ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদুনাঘাট পুলিশ ফাড়ি। শুক্রবার উপজেলার ১৪ নং শিকারপুর ইউনিয়নস্থ কুয়াইশ ভড়াপুকুর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সে শিকারপুর ইউনিয়নের কুয়াইশ ভড়াপুকুর পাড় এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র।
মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ৯১ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এব্যাপারে, হাটহাজারী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রেকর্ড করা হয়। আটককৃত আসামীকে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।
