ঢাকামঙ্গলবার , ৫ জানুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে কৃষিতে ‘নভেল বেসিলাস ব্যাক্টেরিয়ার’ ব্যবহার ও প্রয়োগ নিয়ে প্রশিক্ষণ।

ইউনুস মিয়া, চট্টগ্রাম প্রতিনিধি।।
জানুয়ারি ৫, ২০২১ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

কৃষিতে নভেল বেসিলাস এর ব্যবহার এবং প্রয়োগ নিয়ে হাতে কলমে এবার নতুনভাবে যোগ হলো উপকারী নভেল বেসিলাস ব্যাক্টেরিয়া। ব্যাক্টেরিয়ার নাম শুনলেই মানুষ আগে ভয় পেতো, এখন আর ভয় নয়, বন্ধু হিসেবে বেসিলাস ব্যাক্টেরিয়াকে গ্রহন করা যাবে, এমনটিই জানালেন কৃষি গবেষকরা।

শনিবার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, হাটহাজারীতে হাতে কলমে বেসিলাস ব্যাক্টেরিয়ার ব্যবহার ও প্রয়োগ নিয়ে এক ব্যতিক্রম ধরনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে সম্প্রসারণ কর্মী, গবেষণা সহকারী, সমাজ কর্মী, শিক্ষক মন্ডলী, মিডিয়া ব্যক্তিত্ব এবং এনজিও প্রতিনিধিদের নিয়ে উক্ত ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

ড. মো. মোক্তাদির আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার সভাপতিত্বে এবং মো. আল-আমিন আল হোসেন এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খলিলুর রহমান ভূঁইয়া। প্রধান গবেষক ও উর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং .কর্মসুচি পরিচালক ড.মু. তোফাজ্জল হোসেন রনি প্রশিক্ষণের মুল প্রবন্ধ তুলে ধরেন। প্রশিক্ষক হিসেবে আরো অংশনেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোক্তাদির আলম, ড. মো. ইকবাল ফারুক, ড. মো. মুনিরুল ইসলাম ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো.পানহারুল হক।

প্রধান অতিথি ড. ভূঁইয়া বলেন, উপকারী বেসিলাস ব্যাক্টেরিয়াগুলো গাছের খাদ্যরস গ্রহণের পথ পরিষ্কার করে রাখে যার ফলে জীবাণুরা অবস্থান করতে পারেনা। ফলে, গাছ আর ঢলে পড়ে না।

অপরাপর বক্তারা বলেন, নভেল বেসিলাস এর প্রয়োগ একটি নতুন বিষয় যার উপর আরো জোড়ালো গবেষণা করতে হবে। সারা দেশ ব্যাপী পরিবেশ বান্ধব নভেল বেসিলাস কৃষকের কাছে সহজ ভাবে পৌছে দিতে হবে যা বিশ্বের বহুদেশ করে যাচ্ছে, তবে পরে হলেও আমরা শুরু করেছি। অঞ্চল ভিত্তিক এই গবেষণার কার্যক্রম বাড়াতে হবে। গেল বছরের ফলাফল খুবই ভাল হয়েছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, দেশে বড় আকারে বায়ো-সেন্টার করে এ ধরনের কাজকে অগ্রাধিকার দিতে হবে।

প্রতিবেশি বহু দেশেই আজ বায়োফার্মোন্টারের মাধ্যমে এই কাজ চলছে, আমাদের দেশে তা এখনও গড়ে ওঠেনি। সুতরাং কৃষিবিদদের আজ ভাবতে হবে।

ব্যাক্টেরিয়ার জীবন ব্যবস্থাপনা, সংরক্ষণ, কালচার, নামকরণ এবং কৃষিতে উপকারী বেসিলাস এর ব্যবহার প্রয়োগ এবং ঢলে পড়া রোগ দমন ব্যবস্থাপনা নিয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হয়।

পরে সভাপতি,কর্মসূচি পরিচালক আগত কৃষকদের মাঝে বিনামূল্যে নভেল বেসিলাস ব্যাক্টেরিয়ার প্লেট হস্তান্তর করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।