ঢাকাবুধবার , ৬ জানুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে খেলার মাঠ দখল নিয়ে গৃহ নির্মাণের চেষ্ঠা,উত্তজনা।

ইউনুস মিয়া, চট্টগ্রাম প্রতিনিধি।
জানুয়ারি ৬, ২০২১ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি জায়গায় ফুটবল খেলার মাঠের পক্ষে- বিপক্ষে অবস্থান নিয়েছে দুটি পক্ষ। একটি পক্ষ চায় খেলার মাঠ, অন্যপক্ষ চায় গৃহনির্মাণ। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের বক্তব্য, এই মাঠে এলাকার ছেলেরা খেলাধুলো করে। পার্শ্ববর্তী স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা এই মাঠে অনুষ্ঠিত হয়। এলাকার মানুষ এখানে শরীরচর্চা করেন। সেই মাঠ বেদখল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চট্টগ্রাম জেলা পরিষদ চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কে গৃহ নির্মাণের জন্য এই জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে ৩৫বছর আগে তারা এই জায়গাটি ফেলে পলায়ন করে। তখন থেকে এই জায়গাটি ‘দামুয়া পুকুর খেলার মাঠ’ হিসেবে পরিচিত হয়।

এই মাঠের অবস্থান চট্টগ্রাম হাটহাজারী উপজেলার চৌধুরীহাটের দক্ষিণ পশ্চিমে শাহাজালাল স্কুলের পাশে।

এদিকে, এই মাঠটি জেলা পরিষদ থেকে প্লটের লিজ নিয়ে একপক্ষ গৃহ নির্মাণ করতে চায়। এ নিয়ে ক্রীড়ামোদী খেলোয়াড়দের সাথে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তারা মাঠটি রক্ষা করার দাবিতে ওই মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এ সময় হাজারো ক্রীড়ামোদী ছেলেরা স্লোগানে স্লোগানে মাঠে সমাবেশে মিলিত হয়। তাদের একটাই দাবি মাঠ চায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।