ঢাকামঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হামলাকারীদের গু‌লি‌তে কঙ্গোয় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত সহ ৩ জন নিহত।

আন্তর্জাতিক ডেস্ক।
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় জাতিসংঘের গাড়িবহরে হামলায় নিহত হয়েছেন দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত লুকা আত্তানাসিওসহ অন্তত তিনজন।

২২ ফেব্রুয়া‌রি (সোমবার) স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় পূর্বাঞ্চলীয় কানিয়ামাহোরো শহরের কাছে তাদের গাড়িবহরে হামলা হয়। নিহতদের মধ্যে ইতালির একজন সেনা ও কঙ্গোর এক পুলিশও রয়েছে। এই ঘটনার সত্যতা স্বীকার করেছে ইতালি।

এক বিবৃতিতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা তাদের গাড়িতে গুলি ছুড়লে প্রাণ হারান রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও। জাতিসংঘ কর্মকর্তাদের অপহরণের উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে ইতালীয় গণমাধ্যমগুলো।

তবে এ ঘটনায় কারা জড়িত তা স্পষ্ট নয়। কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি। কঙ্গোর সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীদের খুঁজতে ওই এলাকায় চিরুণী অভিযান চালানো হচ্ছে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, ২০১৯ সাল থেকে সেখানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন লুকা আত্তানাসি। ২০ বছর ধরে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে সহিংসতা লেগেই আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।