ঢাকাবৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হামাসের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা মালয়েশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৩ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি নিন্দা জানাতে মালয়েশিয়াকে বারবার চাপ দিচ্ছে পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো।

সেই চাপের মুখে মাথা নত না করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেছেন, নীতিগতভাবে হামাসের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। আর তা অব্যাহত থাকবে।

সোমবার (১৬ অক্টোবর) লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

সোমবার মালয়েশিয়ার সংসদে আনোয়ার ইব্রাহিম বলেছেন, বিভিন্ন বৈঠকে হামাসের প্রতি নিন্দা জানাতে পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো মালয়েশিয়াকে বারবার চাপ দিচ্ছে।

তবে আমি বলেছি যে নীতিগতভাবে হামাসের সঙ্গে আগে থেকেই আমাদের সম্পর্ক রয়েছে। আর তা অব্যাহত থাকবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমরা তাদের এমন মনোভাবের সঙ্গে একমত নই। কারণ হামাস গাজায় অবাধ নির্বাচনে বিজয়ী। গাজাবাসী তাদের নির্বাচিত করেছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া দীর্ঘকাল ধরেই ফিলিস্তিন ইস্যুতে বেশ সোচ্চার। ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত নিরসনে তারা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে। এমনকি ইসরায়েলের সঙ্গে দেশটির কোনো কূটনৈতিক সম্পর্কও নেই। অতীতে বিভিন্ন সময়ে হামাসের শীর্ষ নেতারা প্রায়ই মালয়েশিয়া সফর করে দেশটির প্রধানমন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন। ২০১৩ সালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক হামাসের আমন্ত্রণে ইসরায়েলি অবরোধ সত্ত্বেও গাজা সফর করেছিলেন।

নায়া শতাব্দী

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।