দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে বালি উত্তোলনে ব্যবহৃত ৪টি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ (মঙ্গলবার) বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন।
এছাড়া, সোমবার রাতে উত্তর মাদার্শার ইউনিয়নের হালদা অংশে অভিযান চালিয়ে ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন জানান, হালদার মা মাছ, ডলফিন রক্ষা, জীব-বৈচিত্র্য অবাধ ও নিরাপদ বিচরণের জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার সাত্তার ঘাট এলাকায় হালদা নদীতে অভিযান চালিয়ে ৪টি ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলনের সময় এগুলো জব্দ করা হয়।
তাৎক্ষণিক ভাবে নৌকা গুলো ব্যবহার অনুপযোগী করে ধ্বংস করে দেয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।