ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ১৬টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় খুলনার সালাম জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এরইমধ্যে রূপসার জাবুসায় অবস্থিত পাটকলটির চারটি গোডাউনে কাঁচা পাট ও প্রক্রিয়াজাত অবস্থায় থাকা সব পাটই পুড়ে গেছে। এখন চলছে ডাম্পিংয়ের কাজ। এদিকে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা করে শত কোটি টাকা ক্ষতির দাবি মালিক পক্ষের। যদিও ফায়ার সার্ভিস বলছে তদন্তের পরেই জানা যাবে মূল ঘটনা।
বুধবার (৩ এপ্রিল) রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রূপসা উপজেলার জাবুসায় বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয়রা পাটকলটি থেকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও পরে একে একে আরও দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। যোগ দেয় নৌ বাহিনীরও ২টি ফায়ার ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ করেন মিলটির শ্রমিকসহ স্থানীয়রা। দীর্ঘ ৬ ঘণ্টা পরও আগুন জ্বলেই চলছে। এতে কারখানার চারটি গোডাউনে থাকা কাঁচা পাট ও প্রক্রিয়াজাত করণের জন্য থাকা সব পাটই পুড়ে ভুস্মিভূত হয়েছে।
জাবুসা গ্রামের আতাউল মল্লিক বলেন, ‘বিকেল পাঁচটার দিকে মুদি দোকানে কেনাকাটা করতে এসে আমি দেখতে পাই, মিলটি থেকে আগুন বের হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে থাকে।’
আর বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা শ্রমিক-কর্মচারীদের। মিলটির একজন শ্রমিক বলেন, ‘আমরা গোডাইনে পাট প্রক্রিয়ার কাজ করছিলাম, অন্য গোডাউন থেকে চিৎকার করে শ্রমিকরা খবর দেয়, আগুন লেগেছে পাটকলটিতে। তাৎক্ষনিকভাবে সবাইকে নিয়ে আমরা বের হয়ে আসি। ভেতর থেকে বলছিল, ইলেকট্রিক সুইচ থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে।’
মালিকপক্ষ বলছে, পাটকলটিতে রফতানির জন্য রাখা ৭৫০ টন প্রক্রিয়াজাত পাট ও ৩৫ হাজার মেট্রিক টন কাঁচা পাটের সবটাই পুড়ে গেছে। মালিক পক্ষের দাবি এতে ক্ষতি হয়েছে প্রায় শত কোটি টাকা।
সালাম জুট মিলের সিনিয়র প্রোডাকশন অফিসার হাফিজুর রহমান বলেন, ‘মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেলো। আমাদের চারটি গোডাউন ছিল। এর মধ্যে একটিতে প্রক্রিয়াজাত পাট আর বাকি তিনটিতে কাঁচা পাট ছিল। চোখের সামনে সব পুড়ে গেলো। অন্তত একশ কোটি টাকার পাট ছিল গোডাউনে।’
জুট মিলের মালিক এম এম এ সালাম বলেন, ‘আগুনে প্রায় ৭৫০ টন রফতানি উপযোগী পাটজাত পণ্য, প্রায় ৩৫ হাজার মণ কাঁচা পাট এবং মিলের যন্ত্রপাতি পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১২৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে।’
দ্রুত আগুন নিয়ন্ত্রণের নিজস্ব ব্যবস্থা জুট মিলটিতে না থাকায় এবং অল্প সময়ে আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করে মিলে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। খুলনার বয়রা, রুপসা ও বাগেরহাটের ফকিরহাট থেকে ১৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে অনেক পাট পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো জানা যায়নি।’
আগুন লাগা সালাম জুট মিলে প্রায় চারশো শ্রমিক কাজ করতেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।