ইজরায়েল-হামাস যুদ্ধের প্রসঙ্গে বলতে গিয়ে মহম্মদ বিন সলমন বলেন যে, গাজা আজ যা প্রত্যক্ষ করছে সেটা খুবই বেদনাদায়ক।
এই হিংসায় নিরাপরাধ সাধারণ নাগরিকদের মূল্য দিতে হচ্ছে।
তাই সাধারণ নাগরিকদের বিরুদ্ধে সামরিক অভিযান
এবং তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে এমন পদক্ষেপ অবিলম্বে বন্ধ করা জরুরি।
বারে-বারে যুদ্ধের সম্মুখীন হয়েছে ইজরায়েল ও সংলগ্ন গাজা।
১৯৪৮ সালে মিশর সুয়েজ খালকে তাদের জাতীয় সম্পদ
ঘোষণা করার পর পাল্টা আক্রমণ চালিয়েছিল ইজরায়েল।
সেই সময় ইজরায়েলের পাশে দাঁড়িয়েছিল ব্রিটেন, ফ্রান্স।
মিশরের বেশ কয়েকটি জায়গাও দখল করে নেয় ইজরায়েল।
তারপর আন্তর্জাতিক চাপে পিছু হটতে বাধ্য হয় তারা।
এরপর ১৯৬৭ সালে ফের আরব-ইজরায়েলের যুদ্ধ বাঁধে এবং গাজা, সিনাই, ওয়েস্ট ব্যাঙ্কের মতো অনেকগুলি জায়গা দখল করে নেয় ইজরায়েল।
এবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং
প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমন (MBS) সকলের নিরাপত্তা
ও স্থিতাবস্থার জন্য ১৯৬৭ সালের আগে প্যালেস্তাইনের যে সীমান্ত ছিল, সেটা ফিরিয়ে দেওয়ার দাবি জানালেন।
গল্ফ কো-অপারেশন কাউন্সিল (GCC) ও
দ্য অ্যসোসিয়েশন অফ সাউথ-ইস্ট এশিয়ান নেশনসের (ASEAN) যৌথ সামিটে এই দাবি জানিয়েছেন সৌদি প্রিন্স।
ইজরায়েল-হামাস যুদ্ধের প্রসঙ্গে বলতে গিয়ে মহম্মদ বিন সলমন বলেন যে,
গাজা আজ যা প্রত্যক্ষ করছে সেটা খুবই বেদনাদায়ক।
এই হিংসায় নিরাপরাধ সাধারণ নাগরিকদের মূল্য চোকাতে হচ্ছে।
তাই সাধারণ নাগরিকদের বিরুদ্ধে সামরিক অভিযান
এবং তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে এমন
পদক্ষেপ অবিলম্বে বন্ধ করা জরুরি বলেও জানান তিনি। খবর: TV9Bangl।