ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

২ মেরকাভা ট্যাংক ধ্বংস; ফালুজা থেকে পিছু হটল ইসরাইলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৩ ৩:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে ইসরাইলের দু’টি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।

হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড জানিয়েছে, তারা খান ইউনুসে ‘ইয়াসিন-১০৫’ রকেটের সাহায্যে ওই দুই ট্যাংকের ওপর আঘাত হেনেছে। এছাড়া, খান ইউনুসের আযলাল মসজিদের প্রাঙ্গণে অবস্থান গ্রহণকারী ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে। এতে শত্রু সেনাদের ক্ষয়ক্ষতি হয়েছে।

খান ইউনুসের পূর্ব অংশে ব্যাপক সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গেছে।

এছাড়া, উত্তর গাজার জাবালিয়া ও আল সুজাইয়া এলাকায় ইসরাইলি সেনাদের সঙ্গে প্রতিরোধ সংগ্রামীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা আঘাতে নাস্তানাবুদ হয়ে ইসরাইলি সেনারা ফালুজা এলাকা থেকে পিছু হটেছে।

ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা তাদের সেনাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে গতরাতে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিরোধ সংগ্রামীদের মনোবল সুদৃঢ় রয়েছে এবং হাজার হাজার যোদ্ধা দখলদার সেনাদের বিরুদ্ধে ভূমিকা রাখার জন্য প্রস্তুত হয়ে বসে আছে।#

পার্সটুডে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।