ঢাকাবৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধানের দায়িত্বে এস.এম. রুহুল আমিন

অপরা‌জিত বাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২২ ৩:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে যোগদান করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন। জঙ্গিবাদ দমনে গঠিত পুলিশের এটিইউর প্রধান হিসেবে বুধবার (৭ সেপ্টেম্বর) এ দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এন্টি টেররিজম ইউনিটের (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এস এম রুহুল আমিন ১২ তম বিসিএস ব্যাচের পুলিশ ক্যাডারে ১ম স্থান অধিকার করেন। তিনি ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

কর্মজীবনে এএসপি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, দিনাজপুর, রাঙ্গামাটি, কুমিল্লা এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সিলেট, ৭ এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা ও নওগাঁ জেলায় কর্মরত ছিলেন।

পুলিশ সুপার হিসেবে রাজবাড়ী, ঝালকাঠি ও সিলেট জেলায় এবং চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরে তিনি অ্যাডিশনাল ডিআইজি হিসেবে চট্টগ্রাম রেঞ্জের দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে তিনি রেলওয়ে রেঞ্জ, ঢাকা, বরিশাল মহানগর পুলিশ কমিশনার, পুলিশ হেড কোয়ার্টার্স, ঢাকার ডিআইজি মিডিয়া অ্যান্ড প্লানিং এবং হিউম্যান রিসোর্স হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি এটিইউর দায়িত্বভার গ্রহণের আগে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট) এবং অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স অ্যান্ড ডেভলপমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, ফিলিপাইন, ইতালি, শ্রীলঙ্কা, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অ্যাঙ্গোলা, আইভরি কোস্ট, কসোভো ও দক্ষিণ সুদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।