ঢাকামঙ্গলবার , ১ জুন ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে না দেওয়ায় আত্মহত্যা।

নিজস্ব প্রতিবেদক
জুন ১, ২০২১ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনার সাঁথিয়ায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আসিফ হোসেন (১৮) নামে এক তরুণ।

সোমবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার নন্ননপুর ইউনিয়নের ভাটু খান মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আসিফ ওই গ্রামের দিনমজুর সাইদ ফকিরের ছেলে। পেশায় আসিফ ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরেই আসিফ তার বাবার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না ধরে। কিন্তু সংসারে অভাব অনটন থাকায় ছেলেকে মোবাইল কিনে দিতে পারেনি সাইদ ফকির।

সোমবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় তাদের নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলে পড়ে। কিছুক্ষণ পর তার মা হাসি খাতুন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। এরপর দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মোবাইল ফোন না পাওয়ার অভিমানে আত্মহত্যা করেছে আসিফ।
স্থানীয়রা আরও জানান, এলাকায় শিক্ষার্থী এবং শিশু কিশোররা মোবাইলে ভিডিও গেমস খেলায় ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছে। এ কারণে আজকের এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে তারা মনে করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে সাঁথিয়া থানার ওসি তদন্ত মো. আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।