ঢাকারবিবার , ৪ ডিসেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আইন মেনেই বিনিয়োগ হয়েছে: ইসলামি ব্যাংক এমডি

অর্থনী‌তি ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়ার প্রেক্ষাপটে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন ব্যাংকটির ব্যবস্থা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল মওলা। 

একুশে টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, ব্যাংকের আস্থার জায়গায় আঘাত করতেই এ ধরনের গুজব ছড়ানো হয়েছে।

সাক্ষাৎকারের উল্লেখযোগ্য অংশ নিচে তুলে ধরা হলো-

ঋণ বিতরণ নিয়ে ব্যাংকটির বিরুদ্ধে সম্প্রতি যে অভিযোগ উঠেছে সে বিষয়ে আপনাদের অবস্থান সম্পর্কে বলুন। 

মুহাম্মদ মুনিরুল মওলা: ব্যাংকিং সেক্টর কম্পিলিটলি বেইজড অন ট্রাস্ট। এই ট্রাস্টের জায়গাটাকে ওরা বেছে নিয়েছে। ট্রাস্টের জায়গায় যদি আঘাত করা যায় তাহলে অর্থনীতির অনেক কিছুকে নড়বড়ে করে দেওয়া যেতে পারে। তবে সেই যাত্রা অবশ্যই তাদের পক্ষে সম্ভব হবে না। কারণ বাংলাদেশের রুট লেভেলের জনগণ এই ব্যাংকিংয়ের সঙ্গে সম্পৃক্ত।

ইসলামী ব্যাংকের কথা যদি বলি, আমাদের ব্যাংকের গ্রাহকের সংখ্যা ১ কোটি ৯০ লাখ। তাদের পরিবারের সদস্য সংখ্যা যদি হিসাব করা হয় তাহলে ৮ কোটি লোক সরাসরি ইসলামী ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত। যে গুজবটা রটনা করা হয়েছে সেটা ফেইক একটা গুজব। কোনো বেইজ নাই এরকম একটা গুজব ছড়ানো হয়েছে।

ব্যাংকের বিনিয়োগ কী নিয়ম মেনে হচ্ছে?

মুহাম্মদ মুনিরুল মওলা: ইসলামী ব্যাংকের একটি হিস্টোরিক্যাল কালচার আছে। আমরা সেন্ট্রাল ব্যাংক এবং আমাদের ব্যাংকের নিজস্ব পলিসি অনুযায়ী বিনিয়োগ করে থাকি। আর আইন মেনেই বিনিয়োগগুলো করা হয়েছে।

বিতরণ করা অর্থ সম্পর্কে আপনাদের ব্যাখ্যা?

এটা কেন করেছি কারণ, করোনার পরে ইমপোর্ট অনেক বেড়েছে, প্রধানমন্ত্রী বলেছেন দেশের কোনো জায়গায় যেন খাদ্যের সংকট না থাকে- সেটি নিশ্চিত করার জন্য আমরা খাদ্যদ্রব্যের আইটেমগুলো ইমপোর্ট করেছি। দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানোর জন্য আমরা লোকাল ট্রেডারদের ফাইন্যান্স করেছি।

ফাইন্যান্সটা আমরা সেই উদ্দেশ্যে করেছি, যাতে দেশে কোনো হাহাকার না থাকে। সহজ একটি উদাহরণ দেই, কিছুদিন আগে যেটি আমাদের অত্যন্ত প্রয়োজন দ্রব্য চিনির সংকট শুরু হলো। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে, চিনি আমদানি করতে হবে। আমরা চিনি আমদানি করেছি। যদি সেই কাজটা আমরা না করতাম তাহলে আজকে কি অবস্থা দাঁড়াত? আপনার পকেটে টাকা থাকলেও চিনি খুঁজে পেতেন না। অথবা এমনও হতে পারত, আজকে যেটা ১০০ টাকা সেটি হয়তো ৫০০ টাকায় বিক্রি হতো।

এই অবস্থায় ইসলামী ব্যাংক সব সময় দায়িত্বশীল ভূমিকা রাখছে এবং সেই ভূমিকা অব্যাহত থাকবে।

এএইচ/ এএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।