ঢাকাবুধবার , ১০ এপ্রিল ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আদালতে সুইজারল্যান্ডের বিরুদ্ধে সুইস নারীদের ঐতিহাসিক জয়।

আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ১০, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত পদক্ষেপ না নিয়ে জনগণের মানবাধিকার লঙ্ঘন করছে সুইজারল্যান্ড। মঙ্গলবার ফ্রান্সের স্ট্রাসবার্গে, ২ হাজারের বেশি বয়স্ক সুইস নারীর এমন অভিযোগের পক্ষে রায় দিয়েছে ইউরোপীয় মানবাধিকার আদালত।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিষয়ে প্রথমবার আন্তর্জাতিক এই আদালত ইতিবাচক রায় দিয়েছে। ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসের (ইসিএইচআর) এই সিদ্ধান্ত ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কোনো মামলার বিচারের ক্ষেত্রে নজির হয়ে থাকবে।

রায়ে বলা হয়, সুইস সরকার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কনভেনশনের অধীনে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং এর মাধ্যমে দেশটির জনগণের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের প্রতি সম্মানের প্রদর্শনের অধিকার লঙ্ঘন করেছে।

এছাড়া, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে সুইস সরকারের নীতিতে ঘাটতি রয়েছে বলেও রায়ে জানানো হয়। আন্দোলনকারী নারীদের অধিকাংশই সত্তরোর্ধ্ব।

নয় বছর আগে তারা মামলাটি করে। সে সময় মামলার অভিযোগে তারা জানায়, বয়সের কারণে ও নারী হিসেবে জলবায়ু পরিবর্তনজনিত তাপপ্রবাহের কারণে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাপদাহের সময়গুলোতে তারা বাড়ির বাইরে বেরোতে পারেন না এবং স্বাস্থ্যগত সমস্যায় পড়েন। তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলার মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার দাবি জানিয়েছিলেন তারা।

প্রসঙ্গত, ইউরোপীয় মানবাধিকার আদালতের এই রায় যুক্তরাজ্যসহ ইউরোপের ৪৬টি দেশের আইনকে প্রভাবিত করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।