আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই গাজায় আগ্রাসন চালিয়ে যাবে ইসরায়েল। বৃহস্পতিবার (৭ মার্চ) এই হুঁশিয়ারি দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
নেতানিয়াহু দৃঢ়তার সঙ্গে বলেন, আমাদের ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ রয়েছে। তা সত্ত্বেও হামাসের সবশেষ শক্ত ঘাঁটি রাফাহসহ পুরো উপত্যকাতেই হামাসের বিরুদ্ধে অপারেশন অব্যাহত রাখবে ইসরায়েলের সেনাবাহিনী।
দেশটির প্রধানমন্ত্রী আরও বলেন, যখন এসব চাপ বাড়বে, তখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের রাফাহতে অভিযান বন্ধ করতে বলার অর্থ হলো, যুদ্ধে হেরে যেতে বলা। এটি কখনোই ঘটবে না বলে জানান তিনি।
/এএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।