ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ওয়াশিংটনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশ যেকোনো হুমকির কঠোর জবাব দেবে। ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর গাজা আগ্রাসনের ফলে মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র যখন উত্তেজনা আরো ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে তখন এ হুঁশিয়ারি দিলেন জেনারেল সালামি।
তিনি গতকাল (বুধবার) তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “কখনও কখনও শত্রুরা হুমকি দেয়। আমরা ইদানিং মার্কিন কর্মকর্তাদের বাগাড়ম্বর শুনতে পাচ্ছি যারা আবার ইরানের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন।”
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছিলেন, তিনি জর্দানের একটি মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবারের ওই ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও অপর ৪০ জনের বেশি সেনা আহত হয়। ওই হামলার জন্য বাইডেন ইরানকে দায়ী করেন।
আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেন, “আমি আমেরিকানদের বলতে চাই তোমরা আমাদের শক্তি পরীক্ষা করে দেখেছো এবং আমরা পরস্পরকে ভালোভাবেই চিনি। আমরা কোনো হুমকির জবাব না দিয়ে ছাড়ি না।”
এর আগে মঙ্গলবার জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছিল, ইরানের মৌলিক নীতি হচ্ছে- যে কোনো পক্ষ যদি ইরানের ভূমিতে কিংবা বিদেশে ইরানি স্বার্থ ও নাগরিকদের ওপর হামলা চালায় তাহলে তেহরান তার সমুচিত জবাব দেবে। এই নীতি সব সময় সবার ক্ষেত্রে প্রযোজ্য।#
পার্সটুডে