ঢাকাসোমবার , ১১ ডিসেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১১, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কবিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাজীপুরের চন্দ্রা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইতিহাস পরিবহনের বাসটি কবিরপুর পৌঁছালে পেছনের সিটে আগুন দেখতে পান যাত্রীরা। পরে চালক বাসটি থামালে যাত্রীরা নিরাপদে নেমে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়।

বাসটির চালক জ্যোতিন বলেন, ‌হঠাৎ বাসের পেছনের অংশে আগুন দেখতে পেলে বাসটি থামিয়ে দিই। পরে বাস থেকে যাত্রীরা নেমে পড়েন। এ সময় মাস্ক পরা কয়েকজন যাত্রী দৌড়ে পালিয়ে যান। সম্ভবত যাত্রী সেজে বাসটিতে উঠেছিল দুর্বৃত্তরা।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।