ঢাকাশুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

‘ইউক্রেনকে সহযোগিতার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বহু দূরের বিষয়’

আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন যে বিপুল অংকের অর্থ বরাদ্দ দিতে চাইছে সে ব্যাপারে হাঙ্গেরি তার কঠোর অবস্থান বজায় রেখেছে। দেশটি বলেছে, অর্থ সহায়তা দেয়ার বিষয়ে ইউরোপীয় কমিশন ও হাঙ্গারির মধ্যে এখনো যোজন যোজন দূরত্ব বিরাজ করছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান কর্মকর্তা গার্জলি গুলিয়াস বলেন, এখনো কোনো নিশ্চয়তা নেই যে, এ বিষয়ে সর্বসম্মতভাবে একটি চুক্তি সম্পন্ন হবে।

ইউক্রেনকে ৫,৪০০ কোটি ডলার সহায়তা দেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে কিন্তু হাঙ্গেরি তাতে বাধা দিয়ে আসছে। এর কারণে ইউরোপীয় ইউনিয়নে এখন আলোচনা চলছে কীভাবে হাঙ্গেরির ভেটো ক্ষমতা কেড়ে নেয়া যায়।

গতকাল (বৃহস্পতিবার) হাঙ্গেরি সরকারের বৈঠকের পর গুলিয়াস বলেন, ইউক্রেনকে সহায়তার ক্ষেত্রে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা কোনো ট্র্যাজেডি নয়। এ বিষয়টিকে হাঙ্গেরির গণমাধ্যম টেলেক্স ট্রজেডি হিসেবে তুলে ধরেছে। তিনি বলেন, ইউক্রেনকে দ্বিপক্ষীয়ভাবে সহযোগিতার ক্ষেত্রে হাঙ্গেরি বিরোধিতা করছে না।#

পার্সটুডে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।