ঢাকাশনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইজিবাইক চালক জামাল হত্যার প্রধান আসামি আটক অটো উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২২ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর শহরের ময়ামারি সড়কে ইজিবাইক চালক জামাল হোসেন হত্যার ঘটনায় প্রধান আসামিকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় ছিনতাই হওয়া অটোটি উদ্ধার করা হয়।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেলার কালিশংকরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত প্রধান আসামি শহিদুল ইসলাম ময়ামারি গ্রামের আব্দুল লতিবের ছেলে।

গত বৃহস্পতিবার বিকালে গাংনী উপজেলার ধলা গ্রামের আবুল হোসেনের ছেলে জামাল হোসেনের মরদেহ একটি লিচুবাগান থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের অটো উদ্ধারসহ ঘাতককে আটকে পুলিশের একাধিক টিম মাঠে নামে।

মেহেরপুর ডিবির ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কালিশংকরপুর গ্রামে অভিযান চালিয়ে ঘাতক শহিদুল ইসলামের বোনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় সে ইজিবাইক চালক জামালকে হত্যা ও তার অটো ছিনতাইয়ের কথা স্বীকার করে। তার স্বীকারুক্তি অনুযায়ী অটো উদ্ধার করা হয়।

পরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গেল বৃহস্পতিবার জামালের লাশ উদ্ধার করলেও জামালের ইজিবাইকটি পাওয়া যাচ্ছিল না। তাই পুলিশ ধারণা করছিল চালককে হত্যা করে ইজিবাইকটি নিয়ে গেছে ছিনতাইকারীরা। এরই সূত্র ধরে ঘাতক শহিদুলকে আটক ও ইজিবাইকটি উদ্ধার করে ডিবি পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।