ঢাকাশুক্রবার , ৯ এপ্রিল ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনে হস্ত‌ক্ষেপ কর‌লে তুরস্ক‌কে সৌ‌দির চে‌য়েও বেশী মূল্য দি‌তে হ‌বে: হু‌থি।

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৯, ২০২১ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য আব্দুল ওহাব আল মাহবাশি বলেছেন, তুরস্কের মতো দেশের পক্ষ থেকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত মোটেই সঠিক নয়।

তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সৌদি আরব চরমভাবে পরাজিত হয়েছে এবং তুরস্ক হস্তক্ষেপ করতে তাদের জন্যও ভালো কিছু অপেক্ষা করছে না।

আব্দুল ওহাব আল মাহবাশি বলেন, “যদি তুরস্কের সেনারা ইয়েমেনের মাটিতে প্রবেশ করে তাহলে তারা আগ্রাসনকারী সৌদি আরবের চেয়ে বেশি ভাগ্য বিপর্যয়ে মুখে পড়বে।” ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সক্ষাৎকারে এসব কথা বলেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তুরস্কের শত শত সামরিক যান আফ্রিকার কয়েকটি বন্দরে নেয়া হয়েছে, সেখান থেকে সেগুলোকে ইয়েমেনে পাঠানো হবে।

মাহবাশি আরো বলেন, আমেরিকা ও পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো তাদের সমস্ত অর্থ ঢেলেছে, গণমাধ্যম ও ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তারা বিজয় অর্জনের চেষ্টা করেছে কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা নিজেরাই পালাতে বাধ্য হয়েছে। এখন তারা নিজেদের সৃষ্ট সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে।

এ অবস্থায় তুরস্ক যদি ইয়েমেন যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এটিই প্রমাণিত হবে যে, দেশটি কোনো জ্ঞানী মানুষ দ্বারা শাসিত হয় না বরং তারা অদূরদর্শী এবং যুক্তিনির্ভর নয়। ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ও দেশটির সেনাবাহিনীর জন্য সুখকর সমাপ্তি নেই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।