ঢাকাসোমবার , ৩ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে আট‌কে থাকা অর্থ দি‌য়ে রা‌শিয়া থে‌কে টিকা কিন‌বে ইরান।

নিজস্ব প্রতিবেদক
মে ৩, ২০২১ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জ্বালানি মন্ত্রী রেজা আরদাকানিয়ান বলেছেন, ইরাকে দেশের যে অর্থ আটকে রয়েছে তা দিয়ে রাশিয়া থেকে করোনাভাইরাসের টিকা কেনা হবে।

ইরান সফররত ইরাকের বিদ্যুৎমন্ত্রী মাজিদ মাহদি হানতুশের সঙ্গে গতকাল (রোববার) বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান রেজা আরদাকানিয়ান। তিনি বলেন, প্রেসিডেন্ট হাসান রুহানি নির্দেশ দিয়েছেন যে, বিশ্বের বিভিন্ন অংশে ইরানের যে সমস্ত অর্থ আটকে রয়েছে তা দিয়ে করোনাভাইরাসের টিকা কিনতে হবে।

মন্ত্রী রেজা আরদাকানিয়ান বলেন,  “ইরান এবং রাশিয়ার মধ্যে সম্পাদিত একটি চুক্তি অনুসারে ইরাকে আটকে থাকা অর্থ দিয়ে রাশিয়া থেকে করোনাভাইরাসের টিকা কেনা হবে। এজন্য  বাগদাদ ও মস্কোর সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা আশা করি আগামী কয়েকদিনের মধ্যেই প্রথম চালানের অর্থ পরিশোধ করা যাবে।”

ইরান থেকে গ্যাস এবং বিদ্যুৎ আমদানি করে থাকে ইরাক। এই খাতে ইরানের পাওনা হিসেবে ইরাকে কয়েকশ কোটি ডলার জমা হয়েছে। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই অর্থ ব্যবহার করতে পারছে না ইরান। সেক্ষেত্রে করোনাভাইরাসের টিকা কেনার জন্য এই অর্থ ব্যবহার করা সহজ এবং লাভজনক হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।