ঢাকাশুক্রবার , ৫ মার্চ ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইরানের বিমান বা‌হিনী‌তে যুক্ত হ‌চ্ছে অত্যাধু‌নিক ড্রোন ‘কামান-২২’।

আন্তর্জা‌তিক ডেস্ক।
মার্চ ৫, ২০২১ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন, খুব শিগগিরই অত্যাধুনিক ড্রোন ‘কামান-২২’ বিমান বাহিনীতে যুক্ত হবে। এই ড্রোনটি বোমা ও ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন উপাদান বহন করতে সক্ষম।

তিনি আরও বলেছেন, এই ড্রোনের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি দীর্ঘ সময় ধরে উড়তে পারে। এটি প্রায় ২৪ ঘণ্টা একটানা উড়তে পারে। উড়ার সময়টা আরও বাড়ানো সম্ভব।

ইরানের বিমান বাহিনীর এই কমান্ডার আরও বলেন, অনেক দূরে গিয়ে শত্রুর অবস্থান শনাক্তকরণ, ছবি উত্তোলন ও  বোমাবর্ষণসহ নানা তৎপরতা চালাতে পারে এই ড্রোন। এর ফলে এই ড্রোন ইরানের বিমান বাহিনীর সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

ব্রিগেডিয়ার জেনারেল নাসিরজাদে বলেন, মার্কিন ও ইহুদিবাদী গণমাধ্যম বলছে ইরানের এ ধরণের ড্রোন তৈরির সামর্থ্য নেই। কিন্তু এর আগেও প্রমাণিত হয়েছে আমরা যা বলি তা অবশ্যই করি। এর আগে যখন আমরা ‘কামান-১২’ মডেলের ড্রোনের কথা ঘোষণা করি তখনও অনেকেই তা বিশ্বাস করেনি। কিন্তু বিভিন্ন মহড়ায় ঐ ড্রোনের কার্যকারিতা সবাই লক্ষ্য করেছে। নতুন ড্রোন ‘কামান-২২’ এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।