ইসরায়েলের উপর ইরানের হামলার জবাবে পাল্টা হামলা বিষয়ে আলোচনা করতে বৈঠক করেছে ইসরায়েলের যুদ্ধ ক্যাবিনেট। তবে এখন পর্যন্ত পাল্টা হামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত জনসম্মুখে ঘোষণা দেয়া হয়নি।
ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেছেন, ইরানকে ইসরায়েলের উপর তাদের মিসাইল এবং ড্রোন হামলার পরিণতি ভোগ করতে হবে। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত নেভাটিম বিমান ঘাঁটি পরিদর্শনের সময় একথা বলেন তিনি।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তবে কবে নাগাদ পাল্টা হামলা চালানো হবে সে সম্পর্কে কিছু বলেননি তিনি। হারজি হালেভি-এর এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের ভূখন্ডে ইরানের হামলার পর দুই দিনে চারবার জরুরি বৈঠক করেছে ইসরায়েলের মন্ত্রিসভা।
পাল্টা হামলার কৌশল নির্ধারণে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবামাধ্যম। ইসরায়েলি টেলিভিশন এন-টুয়েলভ নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে ইরানের ওপর হামলা চালাতে চায় ইসরায়েল।
এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইরানের উপর সরাসরি কোন হামলায় অংশ নেবে না।
জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেস বলেছেন, ওই অঞ্চল আরেকটি যুদ্ধে ধকল সইতে পারবে না। উভয়পক্ষকে সহনশীল আচরণের পরামর্শ দিয়েছেন তিনি।