ঢাকাশনিবার , ১১ জুন ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইরানের হুমকি মোকাবেলায় ইসরায়েল ও ৯ আরব রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে একটি জোট গঠনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২২ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন কংগ্রেসের ১০ সদস্যের একটি দল ইসরায়েল ও ৯ আরব রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে একটি জোট গঠনের প্রস্তাব তুলেছেন।

ইরানের হুমকি মোকাবেলায় এসব দেশগুলোর জন্য একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন তারা। রুশ গণমাধ্যম আরটি (রাশিয়া টুডে) ডট কমের প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাব তোলা ওই দশ সদস্যদের দলে ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় পার্টির সদস্যরাই আছেন।প্রতিবেদনে বলা হয়, এই বিল পাস হলে মধ্যপ্রাচ্যের ১০ দেশকে সুরক্ষিত করতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। দেশগুলো হলো ইসরায়েল, সৌদি আরব, মিশর, কুয়েত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান এবং ইরাক।

ডেমোক্রেট আইনপ্রণেতা জ্যাকি রোসেন, করি বুকার, জনি আর্নস্ট এবং জেমস ল্যাংফোর্ড বিলটিকে সিনেটে উপস্থাপন করেছেন। অপরদিকে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে উপস্থাপন করেছেন, ডেমোক্রেট দলের ব্রাড স্নেইডার, ড্যাভিড ট্রোন, জিমি প্যানেটা এবং রিপাবলিকান দলের ক্যাথি ম্যাকমরিস রজার্স, অ্যান ওয়াগনার এবং ডন ব্যাকন।বিষয়টি নিয়ে এক ঘোষণায় তারা বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি সমন্বিত আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারলে তা ওই অঞ্চলকে নিরাপদ ও স্থিতিশীল রাখবে এবং মার্কিন মিত্রদের প্রতিরক্ষাকে শক্তিশালী করবে।

জানা গেছে প্রস্তাবের অধীনে এসব দেশে একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে যা ইরান থেকে ছোড়া মিসাইল থেকে দেশগুলোকে রক্ষা করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।