ঢাকাবৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইরানে হিজাব বিরোধী বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন জো বাইডেন।

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

হিজাব বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। বুধবার পর্যন্ত দেশটিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। এমতাবস্থায় বুধবার (২১ সেপ্টেম্বর) ইরানে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর দ্য ন্যাশনালের।

টানা পাঁচ দিন ধরে ইরানজুড়ে হিজাব বিরোধী সহিংস বিক্ষোভ চলছে। কয়েক দিন আগে মাহসা আমিনি (২২) নামে এক তরুণী হিজাব না পরায় তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহসা। এরপরই ফুঁসে ওঠে ইরানিরা।

বিক্ষোভে নিহত বেড়ে ৮, বাইডেনের সংহতি

বিক্ষোভে নিহত বেড়ে ৮, বাইডেনের সংহতি

অনেক নারী নিজেদের চুল কেটে, আবার অনেকে হিজাব পুড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এমন পরিস্থিতিতে বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাইডেন বলেন, আজ আমরা ইরানের সাহসী নাগরিক এবং নারীদের পাশে দাঁড়িয়েছি যারা এই মুহূর্তে তাদের মৌলিক অধিকার সুরক্ষিত করার জন্য বিক্ষোভ করছে।

গত শুক্রবার মারা যান মাহসা। এর তিন দিন আগে দেশের কঠোর হিজাব আইন অমান্য করার অভিযোগে মাহসাকে গ্রেপ্তার করেছিল ইরানের নৈতিক পুলিশ। গ্রেপ্তারের পর কোমায় চলে যান ইরানের কুর্দিস্তান প্রদেশের মাহসা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।