মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, ইরান যদি ১০০ ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তাহলে এটি ঠেকানো ইসরায়েলের জন্য ‘চ্যালেঞ্জিং’ হয়ে যাবে। বিবিসি জানিয়েছে, ইরানের সম্ভাব্য হামলার পর করণীয় ঠিক করতে প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টসহ যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু। এছাড়া বিরোধীদলীয় নেতা বেনি গান্তজের সঙ্গেও আলোচনা করবেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তার ৪৮ ঘণ্টা না পেরোতেই মুহুর্মুহু রকেট হামলার শিকার ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের ভূখণ্ডে ৫০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। তবে এই রকেট হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার তথ্য এখনো পাওয়া যায়নি। শঙ্কা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে।
ইসরায়েলে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে ইরান, এমনকি সেই হামলা হতে পারে ৪৮ ঘণ্টার মধ্যেই। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র আগেই এমন আশঙ্কার কথা জানিয়ে দিয়েছিল। সেই সময়ের আগেই দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।