ঢাকাবুধবার , ১৯ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলি হামলায় ক্ষ‌তিগ্রস্থ হ‌লো গাজার প্রধান কো‌ভিড পরীক্ষাগার।

নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২১ ৫:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ইসরায়েলের লাগাতার হামলায় গাজায় ভেঙে পড়েছে একের পর এক ভবন। গাজায় ক্ষতিগ্রস্ত হয়েছে কোভিড টেস্ট সেন্টার। প্রধান পরীক্ষাগারটি প্রয়োজনীয় সরবরাহ বন্ধ করে দেওয়ায় সব কোভিড পরীক্ষা স্থগিত হয়ে গেছে।

মঙ্গলবার (১৮ মে) রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর চালানো বোমাবর্ষণ এবং হত্যার পাশাপাশি কোভিড সংক্রান্ত কার্যক্রম বন্ধ হয়ে যাওয়াটা নতুন করে বিপদ হিসেবে দেখা দিয়েছে।

সাংবাদিক সামি আবু সালেম বলেন, গাজায় ওষুধের ঘাটটিও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গাজার জনসাধারণের জন্য সহযোগিতা বিশেষ করে চিকিৎসা চাহিদা মেটাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা জরুরি হয়ে পড়েছে।
সেখানকার পৌরসভা জানিয়েছে, বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় সমুদ্রের পানি সরবরাহ লাইনটি বন্ধ হয়ে গেছে। এতে সংকট চরম আকার ধারণ করেছে।

এক সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েলি হামলা এখনও অব্যাহত রয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬৩টি শিশুও রয়েছে। আহত হয়েছেন অন্তত দেড় হাজার মানুষ। এছাড়া, ২ শিশুসহ ১২ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০০ জন।
প্রসঙ্গত, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুসালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরকে সংযুক্ত করে। তবে তাদের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কখনও স্বীকৃতি পায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।