ঢাকাশনিবার , ২ মার্চ ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভেটো দিল আমেরিকা।

আন্তর্জাতিক ডেস্ক
মার্চ ২, ২০২৪ ৬:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি নিন্দা প্রস্তাব আটকে দিয়েছে আমেরিকা।

গতকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদে তোলা এই প্রস্তাবের খসড়া তৈরি করেছিল আলজেরিয়া এবং নিরাপত্তা পরিষদের ১৪টি সদস্য দেশ তাতে সমর্থন দেয়। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড সাংবাদিকদের বলেন, “আসলে গাজা উপত্যকায় বৃহস্পতিবার কী ঘটেছে সে সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই, এটাই হয়েছে সমস্যা।” ঘটনা সম্পর্কে পুরো তথ্য না থাকার অজুহাতকে তিনি নিন্দা প্রস্তাবে ভেটো দেয়ার কারণ বলে দাবি করেন।

এর আগেও মার্কিন প্রতিনিধিরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেশ কয়েকটি যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছেন। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমেরিকা বলছে, এখনই যুদ্ধবিরতি করলে তা হামাসের জন্য উপকার বয়ে আনবে।

পার্সটুডে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।