ঢাকাশনিবার , ২৫ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলের সাথে সম্পর্ক স্থগিত করলো স্পেনের বার্সেলোনা সিটি

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর নির্বিচারে বিমান হামলা ও ভয়াবহ আগ্রাসন চালানোর জন্য ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে স্পেনের বার্সেলোনা নগরী। তুরস্কের রাষ্ট্র পরিচালিত আনাদোলু বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

আনাদোলু জানিয়েছে, বার্সেলোনা সিটি কাউন্সিল গতকাল (শুক্রবার) একটি প্রাসঙ্গিক ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে এই পদক্ষেপ নিয়েছে। ওই ঘোষণাপত্র অনুযায়ী- ইসরাইলের দখলদার সরকার “ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকারকে সম্মান করতে বাধ্য।”

ঘোষণাটি বার্সেলোনা এন কমুন পার্টির সাবেক মেয়র অ্যাডা কোলাউ তুলে ধরেন এবং তার স্থলাভিষিক্ত জাউমে কোলবোনির সোশ্যালিস্ট পার্টি সমর্থন করে। সেইসাথে বামপন্থী বিচ্ছিন্নতাবাদী রিপাবলিকান লেফট অফ কাতালোনিয়া পার্টিও সমর্থন করেছে।

শুক্রবারের ঘোষণায় বেসামরিক জনগণের ওপর সমস্ত আক্রমণের পাশাপাশি যেকোনও সম্মিলিত শাস্তি, জোরপূর্বক বাস্তুচ্যুতি, বাড়িঘর এবং নাগরিক অবকাঠামোর ধ্বংসসাধন করতে পারবে না ইসরাইল। পাশাপাশি গাজা উপত্যকার জনগণের জন্য জ্বালানি, পানি, খাদ্য এবং চিকিৎসা সরবরাহ বিচ্ছিন্ন করার নিন্দা জানানো হয়েছে।

এর আগে স্পেনের সামাজিক অধিকার মন্ত্রী ইয়ন বেলারা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিবাদ করেছেন এবং বর্বর গণহত্যার নিন্দা জানিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২৫

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।