ঢাকাশুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ভারতের ৮ নৌসেনাকে মৃত্যুদন্ড দিলো কাতার।

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৩ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নৌবাহিনীর সাবেক ৮ সদস্যের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন কাতারের একটি আদালত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঘোষণা করা এ রায়ে বিষ্ময় প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নৌবাহিনীর সাবেক ৮ সদস্যের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন কাতারের একটি আদালত।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঘোষণা করা এ রায়ে বিষ্ময় প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফাঁসির রায় হওয়া আট সাবেক ভারতীয় নৌসেনা হলেন ক্যাপ্টেন নভতেজ সিং গিল,
ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বার্মা,
ক্যাপ্টেন সৌরভ বাশিস্ট,
কমান্ডার অমিত নাগপাল,
কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি,
কমান্ডার সুগুনাকার পাকালা,
নাবিক রাগেশ ও কমান্ডার সঞ্জীব গুপ্তা।

এই ঘটনার ভারতের বিদেশ মন্ত্রণালয় জানায়, রায়ের বিস্তারিত দেখে কাতারের নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করা হবে।
ইতিমধ্যেই ওই আট ভারতীয়র পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

জানা গিয়েছে, স্থানীয় আল-ধারা কোম্পানির শ্রমিক ছিলেন এই আট ভারতীয়।
যাঁরা প্রাক্তন নৌসেনা কর্মী। তাঁদের বিরুদ্ধে অভিযোগ গুপ্তচর বৃত্তির।
এই অভিযোগেই তাঁদের গ্রেফতার করা হয়েছিল। কাতারের এক আদালত তাঁদের ফাঁসির সাজা দিয়েছে।

এক বিবৃতিতে বিদেশ মন্ত্রনালয় জানিয়েছে, তাদের কাছে এই শুনানি সম্পর্কে খবর ছিল।
কিন্তু যে রায় কাতার আদালত দিয়েছে, তাতে তারা স্তম্ভিত। এই ব্যাপারে আদালতে পুরো রায় দেখেই পরবর্তী সিদ্ধান্ত  নেওয়া হবে।

একটি জাতীয় সংবাদমাধ্যমের দাবি, এর আগে একাধিকবার এই আট ভারতীর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে।
জানা যাচ্ছে, তাঁরা সকলেই একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন।
ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।