ল্যাটিন আমেরিকার দেশ নিকারাগুয়া ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। দেশটি ইসরাইলকে ‘বর্ণবাদী’ ও ‘গণহত্যাকারী’ উল্লেখ করে এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে বর্বরোচিত হামলা অব্যাহত রাখার কারণে তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে।
গতকাল (শুক্রবার) নিকারাগুয়ার পার্লামেন্ট গাজা যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে দেশটির সরকারকে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ করে একটি বিল পাস করে। এরপর একই দিন নিকারাগুয়া সরকার তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল।
ল্যাটিন আমেরিকার এই দেশটি বলেছে, ইসরাইল শুধু ফিলিস্তিনেই বর্বরতা চালায়নি সেইসঙ্গে তাদের হামলা লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানের নিরাপত্তাকেও হুমকিগ্রস্ত করে তুলেছে।
নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার সরকার মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী সরকার হিসেবে পরিচিত। দেশটির সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে এর আগে ভেনিজুয়েলা, বলিভিয়া ও কলম্বিয়া তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এছাড়া, ল্যাটিন আমেরিকার আরো কিছু দেশ গাজায় ইসরাইলি পাশবিকতার তীব্র নিন্দা জানিয়েছে।