কক্সবাজারের উখিয়া শিবিরে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। সোমবার সকালে বালুখালী ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নেতা মোহাম্মদ হোসেন, দীর্ঘদিন ধরে ওই ক্যাম্পে মাঝির দায়িত্ব পালন করছিলেন।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, সকালে বাড়ির পাশে বসে ছিলেন তিনি। হঠাৎ সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায়।
পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জড়িতদের ধরতে ক্যাম্পে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। নিহতের স্বজনদের অভিযোগ, ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেয়ায় মোহাম্মদ হোসেনকে হত্যা করা হয়েছে।
ফারুক আহমেদ আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্বৃত্তদের ধরতে ক্যাম্পে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে। অধিপত্য বিস্তার থেকে শুরু করে নানা কারনে ক্যাম্পে ঘটছে খুনের মতো ঘটনা।