ঢাকামঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

উদ্বোধন হতে না হতেই চুরির কবলে দোহাজারী-কক্সবাজার রেললাইন।

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৩ ২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

গত ১১ই নভেম্বর উদ্বোধন হয়েছে দোহাজারী-কক্সবাজার রেললাইন। আর উদ্বোধন হতে না হতেই চুরির কবলে পড়েছে নবনির্মিত এই রেললাইন। গত রোববার রাতে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লক্ষ্মীবাড়ি এলাকার সামনের রেললাইন থেকে স্লিপারের সঙ্গে রেললাইনের পাত আটকে রাখার ৮/১০টি ক্লিপ খুলে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এতে হুমকির মুখে পড়েছে রেল চলাচল এবং যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
জানা গেছে, স্লিপারের সঙ্গে রেললাইনের পাত আটকে রাখতে ক্লিপ (হাতুড়ি আকারের লোহার খণ্ড) ব্যবহার করা হয়। একটি স্লিপারের দু’পাশে ৪টি করে ক্লিপ থাকে। স্থানীয়রা জানান, সন্ধ্যা নামলেই রেললাইনের আশেপাশে মাদকাসক্তদের আনাগোনা বেড়ে যায়। এখনই শক্ত হাতে দমন না করা হলে অচিরেই বড় ধরনের নাশকতার কবলে পড়বে স্বপ্নের এই রেললাইন। এ বিষয়ে জানতে কালিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আহমেদের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। খবর পেয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস ও সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, রেললাইন থেকে কয়েকটি ক্লিপ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নাশকতার উদ্দেশ্যে নয় মাদকাসক্ত চোরের দল এসব ক্লিপ চুরি করে নিয়ে গেছে। ঘটনাস্থলে ইতিমধ্যে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। রেললাইনে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশের টহল অব্যাহত রয়েছে। এসব বিষয়ে জানতে দোহাজারী-কক্সবাজার রেললাইনের প্রকল্প পরিচালক মো. সুবক্তগীন এর সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবুল কালাম চৌধুরী বলেন, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে বিষয়টি শুনেছেন। আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করবেন। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ের প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন আগামীকাল ঘটনাস্থলসহ পুরো রেললাইন (পরিদর্শন) করবেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে নাশকতার উদ্দ্যেশ্যে নয়, বরং মাদকাসক্ত চোরের দল এসব ক্লিপ চুরি করে নিয়ে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।