ভারতের আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে চীন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করতে পারে বলে দেশটিকে সতর্ক করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে ইতিমধ্যেই চীন সেই প্রক্রিয়ার পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে মাইক্রোসফট। তাই ভারতের লোকসভা নির্বাচনের আগে সতর্ক করেছে এই প্রতিষ্ঠান।
ভারত ছাড়াও সাউথ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে চীন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে মাইক্রোসফট।
প্রসঙ্গত, ২০২৪ সালে বিশ্বের ৬৪টি দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভারত, আমেরিকা, ব্রিটেনের মতো দেশও আছে। পাকিস্তানে ইতিমধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া এবছর ইউরোপীয় ইউনিয়নেরও ভোট হওয়ার কথা।
সব মিলিয়ে নির্বাচন হতে চলা দেশগুলোর সম্মিলিত জনসংখ্যা গোটা বিশ্বের ৪৯ শতাংশ। এই আবহে আসন্ন নির্বাচনগুলোর কলকাঠি নেড়ে বিশ্ব অর্থনীতিতে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে চীন।
মাইক্রোসফটের রিপোর্ট অনুযায়ী, চীন সরকারের মদতপুষ্ট হ্যাকাররা নর্থ কোরিয়ার হ্যাকারদের সঙ্গে মিলে ২০২৪ সালে একাধিক দেশের নির্বাচনকে প্রভাবিত করতে চাচ্ছে।
তবে এই প্রথম নয় এর আগেও ইন্টারনেটের মাধ্যমে একাধিক দেশের নির্বাচনে নাক গলানোর অভিযোগ উঠেছিল চীনের বিরুদ্ধে।