ঢাকাসোমবার , ৫ ডিসেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ওয়াসা এমডির বিষয়ে দুদকের তদন্ত জানতে চান হাইকোর্ট

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা ওয়াসার এমডি প্রকৌশলী তাকসিম এ খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)তদন্তের অগ্রগতি কতদূর তা জানতে চেয়েছেন হাইকোর্ট।  এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খানকে  হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ সোমবার (০৫ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমডি হিসেবে তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের শুনানিকালে এ আদেশ দেন।

এছাড়া, ব্যবস্থাপনা পরিচালক পদে তাকসিম এ খানের নিয়োগ চ্যালেঞ্জ করে করা রিটের আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অপরদিকে ওয়াসার এমডির পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাছুম ও মাহসিব হোসেন। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

শুনানিতে  রিটকারী আইনজীবী সায়েদুল হক সুমন আদালতকে বলেন, নিয়োগ প্রবিধানের শর্ত না মেনে ২০০৯ সালে তাকসিম এ খানকে নিয়োগ দেয়া হয়। ওয়াসার এমডি হতে হলে যে ধরনের অভিজ্ঞতা থাকা দরকার, সেটি তার ছিল না। ফলে তার নিয়োগে যে অনিয়ম হয়েছে সেটি অনুসন্ধানের নির্দেশনা দেয়া প্রয়োজন। জবাবে ওয়াসার এমডির পক্ষের আইনজীবী এ এম মাছুম বলেন, এমডির নিয়োগ আইন অনুসারে হয়েছে। ২০০৯ সালে এ নিয়োগ হয়ে গেছে।

এ আবেদন এখন অকার্যকর। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ওয়াসার এমডির বিষয়ে অনুসন্ধান চলছে। আদালত এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ঠিক করেছে।

ওয়াসার এমডি তাকসিম এ খানের নিয়োগে অনিয়ম হয়েছে উল্লেখ করে তার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।