রাসেল কবির মুরাদ কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ কলাপাড়ায় সিনেমা স্টাইলে চোখে মরিচের গুঁড়ো মেরে ব্যবসায়ীর টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
শুক্রবার মধ্যে রাতে লতাচাপলী ইউনিয়নের আছালতপাড়া গ্রামে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম আজিজুর রহমান মুকুল। ধুলাসার ইউনিয়নের চাপলী বাজারে আজিজুলের পাইকারি মুদি দোকান আছে।
স্থানীয় সূত্র ও ব্যবসায়ী আজিজুর রহমান মুকুল এ প্রতিবেদককে বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে বাড়ি আসি। বাসার সামনে দরজার গেটের কাছে পৌঁছা মাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা দুইজন ছিনতাইকারী আমার চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। আমি মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আমি কাউকে চিনতে পারিনি। তবে তার ব্যাগে কত টাকা ছিল সঠিক করে বলতে পারেননি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। তবে তার ধারনা টাকার পরিমান আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকা হতে পারে।
মহিপুর থানার উপ-পরিদর্শক ইব্রাহিম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ওই ব্যবসায়ীর বাসায় এসেছি। তিনি কাউকে শনাক্ত করতে পারেননি। এ ঘটনায় তদন্তপূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।