কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ কলাপাড়ায় মটোরসাইকেল ছিনতাইয়ের দায়ে রাকিব (২২) ও মনির (২৫) নামের দুই পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্য রাতে পার্শ্ববর্তী আমতলী উপজেলার টেপুরা গ্রাম থেকে রাকিবকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে রাকিবের দেয়া তথ্যমতে মঙ্গলবার সকালে দশমিনা উপজেলার আলীপুরা গ্রাম থেকে মনিরকে আটক করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাত ১১টার দিকে ধানখালীর ইউনিয়নের
মরিচবুনিয়া গ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় স্থানীয় মটোরসাইকেল
চালক রুমান শিকদার। এ সময় তার মটোরসাইকেলর গতি রোধ করে তাকে হাতুরি পেটা করে মটোরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় রাকিব ও মনির। পরে পুলিশ রুমানকে
উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
কলাপাড়া থনার ওসি তদন্ত আসাদুর রহমান সাংবাদিকদের জানায়, এরা দুজনই
পেশাদার ছিনতাইকারী। মোটরসাইকেল ছিনতাইয়ের পর ২৪ ঘন্টার ব্যবধানে দুই
ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
